
ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে ইয়াবাসহ মোঃ ইব্রাহিম নামে ৬০ বছরের এক বৃদ্ধ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৫ সেপ্টেম্বর (সোমবার) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ বিষুরবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে গঙ্গা ব্রীজের পাশথেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯০পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা বেচা-কেনা করে আসছিল।
আটককৃত ইব্রাহিম ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের পূর্ব লাউতুলী গ্রামের (সোয়াত আলী) মিজি বাড়ীর মৃত ইউসুফ আলীর পুত্র।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, আটককৃত ইব্রাহিমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নিমূলে আমাদের অভিযান চলমান থাকবে।