ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল একাডেমীর আয়োজনে শেখ কামালের ৭২তম জম্মবার্ষিকী পালন

আমান উল্লাহ খাঁন ফারাবী: ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল একাডেমীর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ক্রীড়া সংগঠক বীর মুক্তিযােদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭২ তম জম্মবার্ষিকী পালিত হয়।

৫ আগস্ট (বৃহস্পতিবার) ক্রীড়া সংস্থা ও ফুটবল একাডেমীর কার্যালয়ে মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে এ আয়োজন অনুষ্ঠিতত হয়।

এসময় মিলাদ ও দোয়া উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাধক ও ফরিদগঞ্জ প্রেসক্লবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ ফুটবল একাডেমির পরিচালক আহমদউল্যা শুকু ও জিয়াউর রহমান জিয়া। মিলাদ ও দোয়া পরিচলনা করেন হাফেজ মাওলানা আব্দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *