
ফরিদগঞ্জ:
ঘুমের মধ্যে শিশুকে খিচুড়ি খাওয়ার সময় গলায় খাদ্য আটকে মায়মুনা নামে ৯ মাস বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে বৃহষ্পতিবার (১জুলাই) দুপুরে।
জানা গেছে, রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামের মিলনের ৯ মাস বয়সী শিশু কন্যা মায়মুনার খাবারের সময় হয়ে যাওয়ায় তার মা ঘুমের মধ্যে রান্না করা খিচুড়ি খাওয়াতে শুরু করে। খাওয়ার এক পর্যায়ে খিচুড়ি শিশু মায়মুনার শ্বাসনালীতে ঢুকে যায়। এতে তার শ্বাস নিতে সমস্যা হলে দ্রুত তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: সুলতানা তাকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়, শিশুটিকে দুপুর প্রায় ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এব্যাপারে হাসপাতালের আরএমও ডা: কামরুল হাসান জানান, আমরা যতটুকু শিশুটিকে ঘুমের মধ্যে খাবার খাওয়ানো হয়েছে। এটি কোন ভাবে করা যাবে না। আমাদের মনে রাখতে হবে শিশুদের যখনই খাবার খাওয়াবেন তাকে বসিয়ে খাওয়াতে হবে। ঘুমের মধ্যে বা শুইয়ে কোন ভাবে খাওয়ানো চলবে না।
বার্তা প্রেরক:
নুরুন্নবী নো