মাদক ও সন্ত্রাস নির্মুলে শেরে -বাংলা স্মৃতি সম্মাননা -২০২১ ভূষিত হলেন শহীদ হোসেন

মামুন হোসাইনঃ
বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র কর্তৃক মাদক ও সন্ত্রাস দমনে বিশেষ অবদান রাখায় শেরে-বাংলা স্মৃতি সম্মাননা-২০২১ এ ভূষিত হয়েছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন। ২৬ জুন ২০২১ ঢাকায় এ সম্মাননা প্রদান করা হয় সততা, নিষ্ঠা আর কর্তব্য কাজে একনিষ্ঠ হওয়ার ফলেই কর্তৃপক্ষ সারা বাংলাদেশ থেকে যাচাই-বাছাই করে এ সম্মাননা প্রদান করেন। ।তিনি ফরিদগঞ্জে মাদক এবং সন্ত্রাস দমনে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন। পুলিশ জনগনের বন্ধু এই বাক্যটিকে বুকে লালন করেই তার পথ চলা। পুরাণ ঢাকায় বেড়ে উঠা শহীদ হোসেন মানুষের কল্যাণে নিবেদিত থাকার প্রত্যয় সর্বদাই ব্যক্ত করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘মানুষের ভালবাসার কারণেই আমার এই প্রাপ্যতা। মানুষের খুব কাছে থেকে আমি কাজ করছি। আমি জানি তৃণমূলের মানুষ কতটা ভাল মানুষ। ছোট খাটো বিষয় হলেও মানুষ দৌঁড়ে চলে আসে আমার কাছে। আমি প্রতিটি মানুষের সেবা প্রদানে সততার সাথেই কাজ করি। মাদক এবং সন্ত্রাম দমনে আমি জিরো টলারেন্স নীতিই সর্বদা অনুসরণ করবো ইনশাআল্লাহ। আপনারা শুধু আমার পাশে থেকে সাহস দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *