
স্টাফ রিপোর্টারঃ টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়ে আর্ন্তজাতিক পর্যায় চাঁদপুর জেলার প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলে পা রাখলো ফরিদগঞ্জ উপজেলার গর্ব শামীম হোসেন। এ সুখর মহুর্তের মধ্যে পুরো ফরিদগঞ্জে ছড়িয়ে পড়লে উল্লাসে ফেটে পড়ে শুধু ফরিদগঞ্জবাসীই নয় পুরো চাঁদপুরবাসী।
এই নিয়ে, ছোট-বড় সবার ফেইসবুক, টুইটার সামাজিক যােগাযােগসহ বিভিন্ন গনমাধ্যম গুলোতে শামীমকে দেওয়া অভিনন্দন বার্তায এখন এই অঞ্চলের আকাশ বাতাস মুখরিত।
এদিকে ফরিদগঞ্জ উপজেলার কৃতি ক্রিকেটা শামীম হোসেন, জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযােগ পাওয়ায়, ফদিরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, শিউলী হরি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযােদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নুরুন্নবী নােমান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।