
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়নের কড়ৈতলী বাজার জামে মসজিদে একজন ইমাম ও একজন মোয়াজ্জিন আবশ্যক।
*ইমাম এর যোগ্যতা: দাওরায়ে হাদিস/ফাজিল পাস এবং কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ ও মাখরাজ, তাজভীদ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসালা বিষয়ে অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
*মোয়াজ্জেন এর যোগ্যতা: হাফেজ/দাখিল পাস এবং আযানের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন কারি ১৫ জুলাই ২০২১ইং তারিখের পূর্বে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সহ মসজিদের অফিস কক্ষে যোগাযোগ করবেন।
প্রয়োজনে সভাপতি- 01911321918
সেক্রেটারি- 01715034435
প্রতিবেদক : আমান উল্লাহ খাঁন ফারাবী