কড়ৈতলী বাজার মার্কেন্টাইল এজেন্ট ব্যাংক আউটলেট’র বর্ষপুর্তি

আমান উল্লাহ খাঁন ফারাবী : বাংলাদেশ মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিং ফরিদগঞ্জ কড়ৈতলী বাজার আউটলেট এর ১ম বর্ষপুর্তিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

২১ জুন (সোমবার) সকাল ১১ ঘটিকায় সীমিত পরিসরে বর্ষপুর্তি ও আলোচনা সভায় বিশিষ্ট সমাজ সেবক মোঃ তাফাজ্জল হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র মিত্র, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, ৮নং পাইকপাড়া (দঃ) ইউপির সাবেক সদস্য মোঃ লোকমান হোসেন দর্জি ও কড়ৈতলী বাজার মার্কেন্টাইল এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সদস্য মোঃ রাহুল

সবায় অতিথিরা বলেন, কড়ৈতলী বাজার মার্কেন্টাইল এজেন্ট ব্যাংক আউটলেট’র প্রথম বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হতে পেরে আনন্দিত, গত বছর এইদিনে এই ব্যাংকের শুভ উদ্বোধন হয়, সফলাতার সহিত ব্যাংকের এক বছর পার হল। এই ব্যাংকটি গ্রাহক সেবায় সর্বোচ্চ সুবিধা দিয়ে আসছে, ভবিষ্যৎএ আরও ভালো সেবা দিয়ে যাবে ইনশাল্লাহ।

পরিচানা সদস্য মোঃ রাহুল বলেন, এই এজেন্ট ব্যাংক আমাদের না, এটা এই বাজার ব্যবসায়ীদের, এই গ্রামবাসীর ব্যাংক, আপনাদের সহযোগিতায় এই ব্যাংক আরও ভালো সেবা দিয়ে যাবে, আমাদের বাজারে এবং আশেপাশের বাজারে এর আগে কোন ব্যাংক ছিলনা, এই অঞ্চলের মানুষ ব্যাংকিং সেবা অনেক দুর্ভোগ পোহাতে হতো, অবশেষে আমরা চেষ্টা করেছি কড়ৈতলী অঞ্চলের মানুষের দির্ঘদিনের আশা পূরণ করতে, জেনারেল ব্যাংক এর তুলনায় যেসকল সেবা আমাদের এখানে নাই সেগুলোও আমরা ক্রমান্বয়ে চালু করবো।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচলানা করেন অন্ধ হাফেজ মোঃ জাহিদুল ইসলাম চাঁদপুরী, এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের প্রধান কর্মকর্তা মোঃ কাউছার, গ্রাহক মোঃ সামছু মাষ্টার, খান মোঃ হারুনুর রশিদ, প্রদীপ ডাক্তার, মোঃ হারুন, ব্যবসায়ী মাসুদ, ডা:সুভাস চন্দ্র, জাহাঙ্গীর, ইসমাইল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *