বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চাঁদপুরকে হারিয়ে ফরিদগঞ্জ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২০২১ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর পৌর একাদশ ও ফরিদগঞ্জ উপজেলা একাদশের হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ উপজেলা একাদশ। অন্যদিকে অনুর্ধ্ব-১৭ বালিকা ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর সদরকে হারিয়ে চ্যাম্পিয়ান চাঁদপুর পৌরসভ।

৪ জুন (শুক্রবার) চাঁদপুর স্টুডিয়ামে জমকালো আয়োজনে খেলাটি সম্পন্ন হয়।

স্থানীয় সরকার ও এডিসি (জেনারেল) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ জে.আর. ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জনাব জিল্লুর রহমান জুয়েল, এনএসআই এর উপপরিচালক জনাব আরমান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর সানজিদা শাহনাজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, চাঁদপুর পৌর কাউন্সিলরগণ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার, ফুটবল ফেডারেশনের সভাপতি প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *