ফরিদগঞ্জে ফায়ার সার্ভিসের নাম দিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলছে অবৈধ ড্রেজিং


ফরিদগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে নিমার্নাধীন ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের মাটি ভরাটের জন্য ডাকাতিয়া নদী থেকে অবৈধ ড্রেজিং এর মাধ্যমে বালি উত্তোলন অব্যাহত রয়েছে। গত ৩/৪দিন ধরে প্রশাসনের নাকের ডগায় ড্রেজিং এর কাজ চলছে। শুধু এটিই উপজেলার ১১নং চরদু:খিয়া ইউনিয়নের সন্তোষপুর গ্রামে প্রায় ১১শত মিটার নিমার্নাধীন সড়কেও কিছুদিন পুর্বে ড্রেজিং এর মাধ্যমে কয়েক লক্ষ ফুট বালি উত্তোলন হয়েছে। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নেয় নি।


জানা গেছে, ফরিদগঞ্জবাসীর বহুল প্রতিক্ষিত ফায়ার সার্ভিস স্টেশনটি চলতি অর্থবছরে চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় নিমার্ণ শুরু হয়। ইতিমধ্যেই ঠিকাদার ফায়ার সার্ভিস স্টেশনের কাজ দ্রুত করছেন। ভবনের সামনের অংশ মাটি ভরাটের জন্য গত ৩/৪দিন পুর্বে পাশ্ববর্তী ডাকাতিয়া নদী থেকে ড্রেজিং করে বালি উত্তোলন শুরু করে। গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ড্রেজিং এর ভিডিও ভাইরাল হয়েছে।


ক্ষোভ প্রকাশ করে স্থানীয় লোকজন জানান, সরকার দলীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রশাসনের নাকের ডগায় এই ড্রেজিং চলছে। স্থানীয়রা আরো জানান রাস্তার পাশে অবৈধ ভাবে বালি উত্তোলন করা হলেও প্রশাসনের কেউ দেখে না ,অথবা দেখেও ব্যবস্থা নিচ্ছে না।


কাজের বিষয়ে ঠিকাদার পারভেজ করিমের মুঠো ফোনে কল করা হলেও তা ওই সময়ে বন্ধ পাওয়া যাওয়ায় তার বক্তব্য নেয়া যায় নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি জানান, ড্রেজার বসানোর কথা শুনে শুনেছি,লোক পাঠিয়ে সেখানে কাউকে পাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *