
স্টাফ রিপোর্টার: ফরিদগঞ্জে করোনা ভাইরাস ভ্যাকসিন তথা টিকা দেয়া শুরু হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও শিউলী হরি টিকা গ্রহণের মধ্যে দিয়ে এই কর্মসূচীর শুরু হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের লোকজন টিকা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা , স্বাস্থ্য বিভাগেরন লোকজন এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান , সম্পাদক আব্দুস ছোবহান লিটন প্রমুখ।