ফরিদগঞ্জে বঙ্গবন্ধু ম্যারাথন ২০২১ উদ্ধোধন

আমান উল্যাহ ফারাবী: ফরিদগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথন-২০২১ উপলক্ষে শনিবার সকালে মুজিববর্ষে ‘ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল ম্যারাথন’ উদ্ধোধন হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ম্যারাথনটি শুরু হয়ে চাঁদপুর-রায়পুর সড়কের গৃদকালিন্দিয়া বাজারে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৪ পদাতিক ডিভিশনের সার্জেন্ট সালাউদ্দিন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকষ দল ম্যারাথনটি সম্পন্ন করতে সহযোগিতা করেন।

ম্যারাথনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি।

উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী. ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, ওসি(তদন্ত) বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুছ ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার মো: মনির উজ জামান প্রমুখ।

এছাড়াও সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, আইনশৃংখলা বাহিনীর সদস্য, বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *