
স্টাফ রিপোর্টার: জনশুমারি ২০২১ উপলক্ষে সোমবার ফরিদগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে এক অবহিত করণ সভায়, পরিসংখ্যান ব্যুারো’র পরিচালক ড. মোঃ শাহাদাৎ হোসেন পরিচালক ( যুগ্ন সচিব) সেন্সাস উইং বিবিএস তার বক্তব্যে বলেন- সরকারের উন্নয়ণ ধারাবাহিকতা এবং জনগণের ধোরগোড়া পৌছে দিতে জনশুমারি ও গৃহগণনা এক বিশাল ভূমিকা রাখে। কারণ সরকার বা যথাযথ কর্তৃপক্ষ যদি নাই জানে কোন এলাকায় কি পরিমান জন সংখ্যা বসবাস করে এবং একটি পরিবারে কতজন মানুষে খানা আছে তার যদি তথ্য না থাকে তাহলে ওই এলাকায় সরকারের প্রয়োজনী বরাদ্দ বা উন্নয়ণ কাজ সঠিক ভাবে নির্ধারণ করা কঠিন। তিনি বলেন- সঠিক তথ্য ব্যতিত সঠিক কোন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায় করা অত্যান্ত দূরহ। তাছাড়া আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন, সামাজিকজীব ও রাষ্ট্রীয়জীবন তথা রাজনৈতিকজীবনের উন্নয়ণের সোপান হিসেবে নির্ভরযোগ্য পরিসংখ্যান অত্যান্ত জরুরী। তিনি বলেন,মহান স্বাধিনতা যুদ্ধের মাধ্যমে বিজয় অজর্নের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশে বিভিন্ন ক্ষেত্রে প্ররয়াজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় ১৯৭৪ সনে পরিসংখ্যান কার্যক্রমে নিয়জিত ৪টি পৃথক প্রতিষ্ঠানকে একিভূত করে তিনি বিবিএস প্রতিষ্ঠা করেছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় আন্যান্যদের মধ্যে আলোচনা করেন, পরিসংখ্যান ব্যুারো যুগ্ম পরিচালক এইচ.এম ফিরোজ, সহকারি কমিশনার(ভূমি)শারমিন আক্তার, জেলা শুমারীর সমন্বয়কারি মো. ওহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এম.এ কাশেম, প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।