নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জ উপজেলার ৭নং উত্তর সাছিয়াখালী গ্রামের প্রত্যয় ইসলামী পাঠাগারের উদ্যেগে শীত সামগ্রী বিতরণ করা হয়েছে।
মোঃ সেলিম পাটওয়ারীর সভাপতিত্বে ও মাছুম পাটওয়ারীর পরিচালনায় শীত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা মাজেদা বেগম, বিশেষ অতিথি ছিলেন, সাছিয়াখালী হোসেন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ মোঃ শাহাদাৎ পাটওয়ারী, সহকারী শিক্ষক মানিক মাষ্টার, এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রত্যয় ইসলামী পাঠাগারের সভাপতি হাফেজ মাওঃ নাজির বরকন্দাজ, মোঃ হাছান সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, আমরা এইভাবে সমাজের মধ্যবিত্ত মানুষের পাশে দাড়ানো উচিত, সমাজ সেবার যে মূল নীতি সে নীতি গুলো এই সকল সেবা করার মধ্যদিয়ে সমাজ সেভা ও অসহায়দের হক আদায় করা আমাদের মূল উদ্দেশ্য। অতিথিরা আরো বলেন সমাজের অর্থবান মানুষদের প্রতি আমাদের একটাই আহবান, প্রত্যয় ইসলমী পাঠাগারের মত আপনারা ও এগিয়ে আসুন। সমাজ সেভামুলক কাজ করুন, সমাজের অসহায় মানুষের পাশে দাড়ান।