স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সরকারি কর্মকর্তা কর্মচারী ফোরাম ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো: মনির উজ্জামান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে হাসিনা আক্তার, ভুমি অফিসার কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান এবং উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আ: হান্নান।