জাকির হোসেন সৈকত: ঢাকার উত্তরখান থেকে নিখোঁজর সুমাইয়া আক্তার (১৪) নামে এক কিশোরীকে দুইদিন পর উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাতে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেন।
উদ্ধারকারী ফরিদগঞ্জ এসআই আবদুল কুদ্দুছ জানান, গত ৩০ সেপ্টেম্বর ঢাকার উত্তর খানের বিবি মরিয়মের বাসা থেকে তার চাচাতো ননদের মেয়ে সুমাইয়া আক্তার নিখোঁজ হয়। পরে বিবি মরিয়ম উত্তর খান থানায় জিডি করে। পুলিশ মরিয়মের কাছে থাকা মুঠো ফোন ট্র্যাকিং করে ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণিদূর্গাপুর গ্রাম তারা সন্ধান চিহ্নিত করেন। পরে সুমাইয়ার পরিবারের সদস্যরা বৃহষ্পতিবার রাতে ফরিদগঞ্জ থানায় উপস্থিত হলে থানা পুলিশ গভীর রাতে তাকে ওই স্থান থেকে উদ্ধার করে।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, প্রযুক্তি ব্যবহার করে ঢাকার উত্তরখান থানা পুলিশ দ্রুততম সময়ে কিশোরীটির অবস্থান নিশ্চিত হয়ে আমাদের জানালে আমরা শুক্রবার ভোররাতে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। শুক্রবারেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উদ্ধার হওয়া কিশোরীতে তার পরিবারের হাতে তুলে দেই।