ফরিদগঞ্জে অপহরণের ১৭ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার

স্টাফ রিপোর্টার:
অপহরণের ১৭দিন পর খাদিজা আক্তার (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ । এসময় পুলিশ অপহরণকারী রাকিব (২২) ও তার মা রোকেয়া বেগমকে আটক হয়। এর আগে গত ৩০ আগস্ট রাতে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউয়িনের গাব্দেরগাও গ্রাম থেকে ওই কিশোরী অপহৃত হয়।
জানা গেছে, গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দেয়া গাব্দেরগাঁও গ্রামের সৌদি প্রবাসী হারুনুর রশিদের মেয়ে খাদিজা আক্তারকে গত ৩০ আগস্ট রাতে পাশ^বর্তী বাড়ির জসিম মিজির ভাগ্নে রাকিব হোসেন অপহরণ করে। পরে তার পরিবার থানা পুলিশের সাহায্য প্রার্থনা করলে পুলিশ মুঠো ফোন ট্র্যাকিং করে ঢাকা থেকে গত বৃহষ্পতিবার অপহৃত খাদিজাকে উদ্ধার করে। এসময় পুলিশ অপহরণকারী রাকিব ও তার মা রোকেয়া বেগমকে আটক করে। পরে বৃহষ্পতিবার ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় অপহরণের মামলা করলেও পুলিশ অপহৃতাকে ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে হাজির করলে আদালত ওই কিশোরীকে তার মায়ের জিম্মায় দিয়ে দেয়। এছাড়া শুক্রবার সকালে আটককৃত দুইজনকে চাঁদপুর আদালতে প্রেরণ করে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, কিশোরীর মা থানা পুলিশের শরনাপন্ন হলে আমরা কিশোরীটিকে উদ্ধার করি । পরে মামলা দায়ের পুর্বক শুক্রবার সকালে আটককৃত দুইজনকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *