স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল বেপারির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য রাসেল বেপারী বাড়ি যাওয়ার পথে স্থানীয় স্থানীয় মোহাম্মদ উল্যা বেপারীর ছেলে হাসান বেপারীর নেতৃত্বে ৭/৮ জন দেশীয় অস্ত্র দিয়ে তার উপর সন্ত্রাসী হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় অবস্থায় রাতেই তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে রাসেল বেপারীর এর নিকট আত্মীয় বিটু জানান, হাসান বেপারীর সাথে রাসেল বেপারীর জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে রাসেল বেপারী ওপর হামলার ঘটনা ঘটে।।
এ বিষয়ে ইউপি সদস্য রাসেল বেপারী জানায়,থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে হামলাকারী হাসান বেপারীর সাথে যোগাযোগ করে তার বক্তব্য নেয়া যায় নি।