স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ উপজেলা মৎস অধিদপ্তর ফরিদগঞ্জ অফিসের আয়োজনে উপজেলা বেষ্টিত মরা ডাকাতি নদীসহ মোট ৯ প্রতিষ্ঠানের মুক্ত জলাশয়ে প্রায় ৩শ’ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার উপজেলা কমপ্লেক্সের পুকুরে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ড. উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা মৎস্য অফিসার, মোঃ শওকত আলী, পিআইও মিল্টন দস্তিদার,প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সেক্রেটারী আব্দুস ছোবহান লিটন প্রমূখ।