স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদগঞ্জ শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ঔষধী গাছ রোপনের মধ্যে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মুহম্মদ হায়াত মাহমুদ খান। এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের ফরিদগঞ্জ শাখা ব্যবস্থাপক জাহিদুল ইসলাম রবিন, উন্নয়ন কর্মকর্তা হানিফ রাজা প্রমুখ। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকের অন্য শাখাগুলোতেও অনুরূব ভাবে এই কর্মসূচী অনুষ্ঠিত হবে।