স্টাফ রিপোর্টার:
১৯ আগষ্ট বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর কমিটি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রামনে সচেতনামূলক প্রচারণা, দলীয় পতাকা উত্তোলন, মাস্ক বিতরন, কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে উপজেলার ভান্ডারী মহল দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে পৌর স্বেচ্ছাবেক দলের আহবায়ক সেলিম মাহমুদ রাঢ়ী ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কাদিরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন পাঠান, স্বেচ্ছাসেবক দলের রহমত উল্লাহ সিপন, আল আমিন সবুজ, আব্দুল হাই, অহিদ উল্লাহ, মাসুদ আলম, শরিফ আহম্মদ, আনোয়ার সজিব, আমির হোসেন, ফারুক হোসেন নান্টু, মিজানুর রহমান, শাকিল মুন্সী প্রমুখ।
আলোচনা সভায় বত্তারা ফরিদগঞ্জের মাটি ও মানুষের নেতা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ এর নেতৃত্বে অতীতের ন্যায় ফরিদগঞ্জের প্রতিটি সাংগঠনিক ইউনিট শক্তিশালী করতে অঙ্গীকারাবদ্ধ হন নেতৃবৃন্দ।