স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরিদগঞ্জ পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক। এই ঘটনা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে অবমাননার শামিল তাই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আটক করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।