রুহুল আমিন খাঁন স্বপন:
ফরিদগঞ্জ উপজেলা পাইকপাড়া (দঃ) ইউনিয়ন ৯ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় কবি রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে শাহাদাৎবরণকারীগণের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহাম্মদ মজুমদার। এ সময় কবি রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ হারুনুর রশিদ গাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন কমিনিউটি পুলিশের সাধারণ সম্পাদক মোঃ আতিক খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, উপজেলা কমিউনিটি পুলিশিং-এর আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ মনির হোসেন, উপজেলা যুবলীগের সদস্য মোঃ আব্দুল গাফ্ফার আহম্মেদ সজিব, মোঃ পাবেল পাটওয়ারী, নেয়ামত উল্ল্যা সুমন বেপারী, ১৫নং রূপসা ইউনিয়নের এমপি প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম সুমন, ৪নং ইউনিয়নের পারভেজ পাটওয়ারী, ৩নং ইউনিয়নের জুয়েল, ৯নং ইউনিয়নের পুতুল সরকার, ১০ ইউনিয়নের মোঃ আলাউদ্দিন ভূঁইয়া।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মাত্র ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধু এদেশের মাটি ও মানুষকে গভীর ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন। বঙ্গবন্ধুর বিরোধিতাকারীরাও বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু জীবন দিয়ে আমাদের অমৃত দিয়ে গেছেন। তাঁর চেতনা ও আদর্শকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা এ তিনটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত।
আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল পরিচালনা করেন ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়নের বিবাহ ও তালাক রেজিস্টার কাজী মোঃ হারুনুর রশিদ কাউছার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ হোসেন, ঈসমাইল হাজী, হারুনুর রশিদ, ওয়াড কমিনিউটি পুলিশের সাধারণ সম্পাদক শফিকুর রহমান তারেক, ইউনিয়ন ছাত্রলীগনেতা কাউছার হোসেন শিপন, সোহেল বাবু প্রমূখ।।