ফরিদগঞ্জে ক্রিকেটারদের জন্য প্র্যাকটিস পিচের উদ্বোধন, খেলোয়াড়দের খেলার বয়স শেষ হয়ে গেলেও তাদের কে জাতি সংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থা মর্যাদা স্বরূপ দূত হিসেবে ব্যবহার করে……..অ্যাড. জাহিদুল ইসলাম রোমান

নবী নোমান:
বিশ^কাপ জয়ী অনুর্ধ্ব-১৯ দলের সদস্য মাহমুদুল হাসান জয়, শামীম পাটওয়ারী ও ১৯ অনুর্ধ্ব ১৯ দলের সাবেক খেলোয়াড় সাদ্দাম হোসেনসহ প্রতিভাবান ক্রিকেটারদের করোনাকালিন সময়ে ফিটনেস ধরে রাখতে প্র্যকটিস পিচ তৈরি করে দিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ। গতকাল রোববার দুপুরে প্র্যাকটিস পিচের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। তিনি এই সময় তার বক্তব্যে বলেন, পৃথিবীর বহুদেশ আছে আমরা তোমরা তার পরিচিতি জানি না। কিন্ত সেই দেশের একজন বিশ্ব নন্দীত খেলোয়াড়ের কারণে তার দেশ মানচিত্র ও পতাকাকে আমরা সবাই চিনি। এই জন্যই বিশ্বমানের খেলোয়াদের বলা হয় রাষ্ট্রদূত। এইসব খেলোয়াড়রা তাদের খেলার বয়স শেষ হয়ে গেলেও তাদের কে জাতি সংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থা মর্যাদা স্বরূপ দূত হিসেবে ব্যবহার করে। আজকের সমাজ ও রাষ্ট্রের যুব ও কিশোররা অবক্ষয় রোধে এবং সমাজ থেকে মাদক র্নিমূলে ক্রীড়াবিদের এগিয়ে আসতে হবে। করোনার এই পরিস্থিতিতে আমাদের খেলোয়াড়দের উজ্জীবিত রাখতে জননেত্রী শেখ হাসিনা সরকার স্থানীয় ভাবে নানা প্রদেক্ষেপ নিচ্ছে তারই একটি অংশ হচ্ছে এটি। তিনি খেলোয়াড়দের উর্দেশে বলেন আমাদের ফরিদগঞ্জে ফুটবল ও ক্রিকেটের একটি অতিহ্য আছে,তা তোমার ধরে রাখতে স্বপ্ন দেখেছে তা বির্নিমানে তোমাদের রাষ্ট্রের একটি বিশাল ভূমি রাখতে হবে। আমরা তোমাদের সার্বিক উন্নয়ণে কাছে থাকবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য যে সোনার বাংলার স্ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমাননের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ড.জিয়াউল ইসলাম মুজমদার, ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবু আলম সোহাগ, যুব মহিলালীগের সভাপতি সুলতানা রাজিয়া। এসময় বিশ^কাপ জয়ী অনুর্ধ্ব-১৯ দলের সদস্য মাহমুদুল হাসান জয়, ১৯ অনুর্ধ্ব ১৯ দলের সাবেক খেলোয়াড় সাদ্দাম হোসেন , ফুটবল উন্নন সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *