ষ্টাফ রিপোর্টার:
ফরিদগেঞ্জর সদ্য এসএসসি পাশ করা পরীক্ষার্থীরা করোনাকালিন পড়ালেখা ও স্বপ্ন পূরণে করনীয় এবং উচ্চ ম্যাধমিক স্তর ভালভাবে পাড়ি দেয়ার মূলমন্ত্র জানানোর লক্ষ্যে প্রেরণার মঞ্চ করেছে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ^বিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফোরাম। শনিবার সকালে উপজেলার কলেজের মিলনায়তনে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ^বিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়, বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত এসএসসি পাশ করা শিক্ষার্থীদের ভাল ফলাফল করার বিভিন্ন উপায় বিশ্লেষণ করেন। প্রাক্তন শিক্ষার্থীদের অন্যান্যের মধ্যে বক্তব্য রাসেল হাসান, নাজমুস সাকিব, আল আমিন, সাদিয়া আক্তার। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খান, উপাধ্যক্ষ মুনীর চৌধুরী, কলেজ শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং যুগান্তরের ফরিদগঞ্জ প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। অনুষ্ঠানে ৭০জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীসহ এসএসসি পাশকরা শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।