জাকির হোসেন সৈকত: প্রায় এক মাস আগে স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে ফরিদগঞ্জ উপজেলার পূর্ব আলোনিয়া গ্রামের মনির হোসেনের ছেলে হুমায়ুনের (২৫) সাথে একই গ্রামের কয়েকজন যুবকদের মারামারি ঘটনা ঘটে। এই বিরোধকে কেন্দ্র করে শনিবার আলোনিয়ায় সরকারী প্রাঃ বিদ্যালয়ের কাছে হুমায়ুনকে একা পেয়ে ধারালো আস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেছে ৪/৫ জনের যুবক দল। স্থানীয় লোকজন হুমায়ুনকে আশংকাজনক ভাবে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতালে নিলে তার অবস্থা খারাপ দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা পাঠিয়ে দেয়।
হুমায়ুনের বড় ভাই মামুন হোসেন জানান, ওই এলাকার রুহুল আমিনের ছেলে রুবেল, জুয়েল এবং মোস্তফার ছেলে কাদেরসহ কয়েকজনের সাথে গত এক মাস আসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়। এই বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগও দায়ের করা হয়। আমার ছোট ভাই হুমায়ুনকে আজ সকালে আলোনিয়ায় সরকারী প্রাঃ বিদ্যালয়ের কাছে একা পেয়ে তারা কয়েকজন মিলে তাকে ধারালো আস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। আশপাশের লোকজন এগিয়ে না আসলে তারা হুমায়ুনকে মেরে পেলতো। পরে, স্থানীয়দের সহযোগিতা নিয়ে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিলে ডাক্তার তার অবস্থা ভালো না দেখে ঢাকায় পাঠিয়ে দেয়। হুমায়ুনের হাত পা ও শরীরের বেশ কয়েক জায়গায় মারাত্মক জখম হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাছির জানান, উঠতি বয়সের এই যুবক দুটি গ্রুপের স্থানীয় ভাবে তাদের প্রভাব নিয়ে বিরোধ অনেক আগের থেকেই। আমরা চেষ্টা করেছি বিরোধ মিঠানোর জন্য। মাদকসহ অসামাজিক কার্যকলাপের সাথে দুই গ্রুপের জড়ানোর কারণেই মূলত আজকের ঘটনা ঘটেছে। আমি স্থানীয়র লোকজনের কাছে হুমায়নের উপর হামলার বিষয়টি জানালে আমি সেখানে গিয়ে তাদের পাইনি। তবে একটি রিক্সা ও রাস্তার উপর প্রচুর রক্ত পড়েছিল। (রক্তাক্ত ছবি ব্যবহার হয় না)