ষ্টাফ রিপোর্টার:
জেলার ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটি তাদের দায়িত্বভার ও শপথ গ্রহণ করেছেন। গতকাল ১৯ জুন শুক্রবার দুপুরে নির্বাচন পরিচলানা কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান নতুন কমিটির নাম ঘোষনা করেন। কমিটি নি¤œরূপ : সভাপতি কামরুজ্জামান (চাঁদপুর বার্তা) , সাধারণ সম্পাদক আ: ছোবহান লিটন(খবরপত্র), সহসভাপতি মশিউর রহমান (ইলশেপাড়), আমান উল্ল্যা আমান (ভোরের কাগজ), জাকির হোসেন পাটওয়ারী(প্রতিদিনের সংবাদ), যুগ্মসাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ(খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক শাকিল হাসান(নয়া দিগন্ত), অর্থ সম্পাদক জাতির হোসেন সৈকত( ভোরের ডাক), সহঅর্থ সম্পাদক আক্তার হোসাইন(মানবকণ্ঠ), দপ্তর সম্পাদক লিটন কুমার দাস(সুদীপ্ত চাঁদপুর),প্রচার প্রকাশনা ও পাঠাগার সম্পাদক আনিছুর রহমান সুজন(আমাদের সময়),ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক শরীফ আহাম্মদ(আনন্দ টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী( আমার সংবাদ), আইসিটি সম্পাদক আবু সালেহ মো: বারাকাত উল্ল্যা পাটওয়ারী(আলোকিত চাঁদপুর), নির্বাহী সদস্য মামুনুর রশিদ পাঠান(ইনকলাব), নুরুন্নবী নোমান( যায়যায় দিন), প্রবীর চক্রবর্তী( যুগান্তর), নারায়ন রবিদাস( দৈনিক দেশ), এ কে এম সালাউদ্দিন( পল্লীকাহিনী)। এছাড়া সাধারণ সদস্য ফারুক আহম্মদ (সময় টিভি ও কালেকণ্ঠ), নাছির পাঠান( সমকাল), রাসেল হাসান(চাঁদপুরকণ্ঠ)। পরে সাবেক সভাপতি নুরুন্নবী নোমান ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী নুতন সভাপতি ও সম্পাদকের কাছে দায়িত্ব হাস্তান্তর করেন।