আনিছুর রহমান সুজন:
মহামারী করোনা ভাইরাস সংক্রমণের সময় মানুষের পাশে থেকে অকুতোভয় সম্মুখ সমর যোদ্ধা হিসেবে প্রশংসা পত্র পেলেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার।
করোনা ভাইরাসা বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, অসহায় ও সংকটাপন্ন মানুষের ঘরে ঘরে মানবিক সহযোগিতা, ত্রান সামগ্রী পৌঁছে দেওয়া, নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, মোবাইল কোর্ট পরিচালনাসহ দক্ষতার সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করায় বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারীর স্বাক্ষরিত প্রশংসা পত্র পেয়েছেন শারমিন আক্তার।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, করোনা মহাযুদ্ধের এ কঠিন পরিস্থিতিতে ফরিদগঞ্জের জনগনের সহযোগিতা পেয়েছি। উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি এর নির্দেশনায় সকল দপ্তর এক ও অভিন্ন হয়ে কাজ করেছে। যার ফলে কাজ করতে সুবিধা হয়েছে। এ ধরনের স্বীকৃতি কাজের অনুপ্রেরণা হয়ে সামনের দিনগুলিতে শক্তি ও কর্মস্পৃহা যোগাবে। এ জন্য তিনি মান্যবর সচিব স্যারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।