ষ্টাফ রিপোর্টার :
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দুঃস্থ ও গর্ভবতী মায়েদের মাঝে ফরিদগঞ্জের গাব্দেরগাঁও কমিউনিটি ক্লিনিকে পুষ্টিকর খাবার বিতরন করা হয়েছে। শনিবার সকালে দুঃস্থ ও গর্ভবতী মায়েদের মাঝে গাব্দেরগাঁও কমিউনিটি ক্লিনিকে পুষ্টিকর খাবার করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গাব্দেরগাঁও কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য মো: ইব্রাহিম মৃধা, ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা মাহমুদুল হাছান তুহিন ভূঁইয়া, কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ তানভীর হাছান তুষার ভুঁইয়া । এ সময় আরো উপস্থিত ছিলেন, সমাজসেবক হারুনুর রশীদ, রাজু আহমেদ, রাশেদ হোসেন, কাউছার হোসেন, ফরহাদ হোসেন, স্থানীয় ছাত্রলীগ নেতা কাউছার হাজী, মো: রনি, মো: তারেক হোসেন, মো: সাব্বির হোসেন প্রমুখ।