ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ পৌর এলাকার অসহায় দু:স্থ ও নি¤œমধ্যবিত্ত সকলের কাছে মানবিক সাহায্য পৌঁছে দিচ্ছেন পৌর মেয়র মাহফুজুল হক। গতকাল রোববার তিনি পৌর এলাকার নদী বেষ্টিত দক্ষিণ ও উত্তর কেরোয়া গ্রামের বিভিন্ন বাড়ির ঘরে ঘরে গিয়ে প্রধান মন্ত্রীর উপহার পৌছে দেন। এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে সকল শ্রেণি পেশার মানুষ অসহায় পড়েছে। তাই আমরা পৌর এলাকায় পর্যায় ক্রমে সকল ঘরে প্রধানমন্ত্রীর উপহার নিজের হাতে পৌঁছে দিবো। তিনি বলেন, মহামারী করোনা থেকে রক্ষা পেতে হলে আমাদের সকলকে সরকারের নিদের্শ মেনে চলতে হবে। অর্থাৎ আমাদের সকলকে নিজেদের নিরাপত্তার জন্য ঘরে থাকতে হবে। ঘরে থাকতে গিয়ে যেহেতু প্রায় সকলেই কর্মহীন হয়ে পড়েছে, তাই মাননীয় প্রধান মন্ত্রী প্রতিটি ঘরে যেন তার দেয়া উপহার পৌঁছে দেয়া হয়, সেই জন্য জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন। কে কি করলো আমি সেই দিকে না তাকিয়ে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার কাজ করছি। এখন পর্যন্ত প্রতিটি ওয়ার্ডের সকল মানুষের কাছে যেতে সক্ষম হইনি। তবে আপনাদের কথা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত প্রতিটি ঘরে খাদ্য সামগ্রী পৌর এলাকার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি মাঠেই থাকবো। সবার ঘরে ত্রাণ পৌছে দিয়ে আমি ঘরে ফিরবো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর হারুনুর রশিদ, কুসুম বেগম এবং মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা।