ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক ও ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) মঙ্গলবার দুপুর ১.৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃতুকালে মরহুম মুজিবুর রহমানের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। বাদ এ’শা ফরিদগঞ্জ মজিদীয়া কামিল মাদ্রাসার মাঠে জায়নাজার নামাজ শেষে হাজী করিম বক্স পাটওয়ারী বাড়ীর পারিবারীক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারী ডিগ্রি কলেজ, কেদ্রীয় জামে মসজিদ কমিটি, ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিদ দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।