করোনা সংক্রমন রোধে জনগণকে সজাগ করতে ফরিদগঞ্জে সেনাবাহিনী মাঠে

ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মাঠে নেমেছে সেনাবাহিনীর একটি দল। গতকাল শনিবার দুপুরে ক্যাপ্টেন ফয়সালের নেতৃত্বে এদকদল সেনা সদস্য ফরিদগঞ্জে আসে। পরে তারা নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তারের নেতৃত্বে তারা উপজেলার রূপসা বাজার, খাজুরিয়া বাজার, গুপ্টি বাজারসহ বেশ কয়েকটি বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সাতে বিদেশ থেকে আসা কয়েকজন প্রবাসীর কোয়ারান্টাইন বিষয়ে খোঁজ খবর নেন।
এব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, ফরিদগঞ্জে অদ্যবদি কোন করোনা সংক্রমনের তথ্য নেই। প্রবাসীদের কোয়ারান্টাইন নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। আজ থেকে সেনা সদস্যরা সেই তদারকিতে যুক্ত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *