ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমী বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: বৃহস্পতিবার ফরিদগঞ্জ পৌর এলাকায় প্রতিষ্ঠিত ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর বার্ষিক ক্রীড়ানুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে এক আলোচনা সভায় একাডেমীর সভাপতি আমির হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন। অন্যান্যদের মধ্যে, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জান খান, সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী, শিক্ষাবিদ, মুকবুল আহম্মদ বিএসসি, প্রাক্তন সরকারী কর্মকর্তা রিয়াজ আহম্মদ ফরিদী, অভিভাবক মাওলানা হোসাইন, প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসেন প্রমূখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *