ফরিদগঞ্জে ইতালি ফেরত এক ব্যক্তি সেলফ কোয়ারেন্টাইনে : গত ১০ দিনে বিদেশ ফেরত ১৭১ জন ব্যক্তি প্রশাসনের বিশেষ নজরে

চাঁদপুর (চাঁদপুর)প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে ইতালি ফেরত এক (ব্যক্তি বয়স ৩৫) কে সেলফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ সকাল থেকে স্থানীয় প্রশ্সানের পরামর্শে তিনি তার নিজ ঘরে কোয়ারেন্টাইনে রয়েছে। তবে তাঁর শরীরে কোভিড ১৯ এর উপস্থিতি আছে কিনা না তা এখনো নিশ্চিত নয় । এক সপ্তাহ আগে ওই ব্যক্তি ইতালি থেকে দেশে ফেরত আসেন । গত ১০ দিনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত ১৭১ জন ব্যক্তিকে উপজেলা প্রশাসন বিশেষ নজরে রেখেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি বলেন, ইতালী ফেরত ব্যক্তি তাকে জানিয়েছেন, সে ¯^াস্থ্য বিভাগের ছাড়পত্র নিয়ে বাড়িতে এসেছেন। গত এক সপ্তাহ আগে ওই ব্যক্তি ইতালি থেকে দেশে আসেন । এসময় তিনি নিজ থেকেই ঘরের বাইরে তেমন বের হননি । আজ আমরা বিষয়টি জানার পর তাকে সেলফ কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছি । পাশা পাশি আমরা সার্বক্ষণিক তার উপর নজর রাখছি ।
তিনি সাংবাদিকদের জানান, ১০ দিনে ফরিদগঞ্জ উপজেলায় ১৭১ জন প্রবাসী দেশে আসেন । তাদের সকলের ব্যপারে বিশেষ নজর রাখছে প্রশাসন ।
এদিকে করোনা মোকাবিলায় উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৭ বেডের একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে । পাশা পাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন হিসেবে প্রস্তুত রেখেছে স্থানীয় প্রশাসন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *