ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি : ফরিদগঞ্জ থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৯শত গ্রাম গাঁজা উদ্ধার করে। মঙ্গলবার বিকালে থানা পুলিশ উপজেলার চর বসন্ত গ্রাম থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো: চরবসন্ত গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাহবুব আলম(২৫) ও শহিদুল্লাহর ছেলে হৃদয় ।
জানা গেছে, থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে ফরিদগঞ্জ পৌর এলাকার চরবসন্ত এলাকার ঈদগাহ এলাকা থেকে মাহবুবকে এবং চরবসন্ত গ্রামের হাজী বাড়ির সামনে থেকে হৃদয়কে আটক করে। এসময় তাদের কাছ থেকে প্রায় নয়শত গ্রাম গাঁজা উদ্ধার করে।
থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।