গ্রুপ সেরা হয়ে ইউরোর মূল পর্বে ফ্রান্স

রোববার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতে ইউরোর গত আসরের রানার্সআপরা। ফ্রান্সের কোচ হিসেবে দেশমের ১০০তম ম্যাচ ছিল এটি।

শুরু থেকে আক্রমণাত্মক খেলা বিশ্ব চ্যাম্পিয়নরা বিরতির আগেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। অষ্টম মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে নেয় তারা।

গ্রিজমানের দারুণ এক ফ্রি-কিক থেকে হেডে জাল খুঁজে নেন তোলিসো। জাতীয় দলের জার্সিতে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারের এটিই প্রথম গোল। ৩১তম মিনিটে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান।

৭২তম মিনিটে অলিভিয়ে জিরুদের শট পোস্টের ভেতরের দিকে লেগে ফেরে।

দশ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ফ্রান্সের পয়েন্ট ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তুরস্ক। নিজেদের শেষ ম্যাচে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে তুর্কীরা।

তৃতীয় স্থানে থাকা আইসল্যান্ডের পয়েন্ট ১৯। শেষ ম্যাচে মলডোভাকে ২-১ গোলে হারিয়েছে তারা। ফ্রান্স ও তুরস্ক গ্রুপ থেকে সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *