ফরিদগঞ্জ ব্যুরো (রুহুল আমিন খান স্বপন) : ফরিদগঞ্জের পাইকপাড়ার ইউনিয়নের সর্দার বাড়ির মমতাজ বেগমের বসত ঘরে গত রাতের কোন এক সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরের টাকা-পয়সা, গুরুত্বপূর্ণ কাগজ পত্র, আসবাবপত্র সহ যাবতীয় জিনিশ সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫নম্বেভর) ভোরের কোন এক সময় আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাস্থলে গিয়ে ঘরের মালিক মমতাজের ছেলে মোঃ মোস্তাফিজ এ প্রতিনিধিকে জানান আমরা আমাদের পুরান বাড়ি থেকে এখানে এসে আমাদের নিজস্ব ভূমিতে গত ৩/৪ মাস আগে বাড়িটি নির্মাণ করি।
নতুন ঘর নির্মাণে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয় হয়।গত রাত্রে আমরা আমাদের পুরান বাড়িতে রাত কাটাই। রাত প্রায় ৪ টার দিকে খবর পেয়ে ঘুম থেকে উঠে এসেদেখি, ঘরের আসবাবপত্র সব পুড়ে চাঁই হয়ে গেছে। মোস্তাফিজ দাবি শত্রুতামি করে কেউ হয়তো আমাদের বাড়িতে আগুন দেয়। তার দাবি এতে করে তাদের ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। এ রাতে মমতাজ বেগম মেয়ের জামাইর অসুস্থতার কারনে তাকে দেখতে পাশের ভোটাল গ্রামে ছিলেন।প্রত্যক্ষদর্শী দোকানদার অজিউল্ল্যা বলেন আম ভোরে দোকান খুলতে যাচ্ছিলাম।
তাদের বাড়ীর কাছে গেলে দেখি মমতাজের বাড়ীটি আগুন পুড়ে শেষ অবস্থা। পরে ঢাক চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং এলাকাবাসীর চেষ্টায় আগুন নেভানো হয়। মমতাজ বেগমে সাথে কথাা হলে তিনি কান্নাকন্ঠে বলেন আমার সকল স্বপ্ন পুড়ে চাই, আমার ৩মেয়ে ১ছেলে আমার স্বামী মাওঃ আব্দুল রহমান তিনি ঢাকা রমনাপার্ক জামে মসজিদের ইমাম। অনেক দার -দেনা করে বাড়ীটি করেছিলাম। স্থানীয় মো. ইউছুব ও নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে তাদের ধারনা।এ ঘটনায় ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করছেন।