স্কুলের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারছে না ফরিদগঞ্জের মেধাবী ছাত্র সজিব

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এসএসসি পরীক্ষায় ফরম পুরণ করতে পারেনি মেধাবী ছাত্র সজিব হোসেন। স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সজিবের শিক্ষা জীবন এখন বিনষ্ট হওয়ার পথে। যথা সময় রেজিষ্টেশন না হওয়ায় এসএসসি পরীক্ষায় অন্যদের সাথে সে ফরম পুরন করতে পাচ্ছে না। শিক্ষার্থীর পরিবার এরজন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছেন। স্কুলের বর্তমান প্রধান শিক্ষক এব্যাপারে বোর্ড চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করা হয়েছে বলে জানান।
জানা গেছে, ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের প্রবাসী মোবারক হোসেনের ছেলে সজিব হোসেন ২০১৭ সালে গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। ২০১৮ সালে সে দশম শ্রেণির অধ্যয়নরত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করলেও বিশেষ কারণে অকৃতকার্য হওয়ায় স্কুল কর্তৃপক্ষ তাকে ডিটেনশন করে। পরবর্তীতে সে ২০১৯ সালের নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়। কিন্তু এসএসসি পরীক্ষার ফরম পুরণ করতে গেলে দেখতে পায় নবম শ্রেনিতে অধ্যয়নের সময় তার রেজিষ্টেশন কার্য সম্পন্ন হয়নি। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে তার এসএসসি পরীক্ষা দেয়ার ¯^প্ন।
বিষয়টি নজরে আসলে গত ১৩ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর রেজিষ্টেশন করার অনুমতি প্রদান করার আবেদন করলেও অদ্যবদি সে ব্যাপারে কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি।
এব্যাপারে সজিব হোসেনের মা পারুল বেগম জানান, ২০১৮সালে সজিব নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যের বিষয় মেনে নিয়ে, তাকে পরের বছরের জন্য প্রস্তুতি নিতে সাহস দিয়েছি। সেই অনুযায়ী সজিব ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় ভালভাবে উর্ত্তীণ হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ অবহেলার করে তার রেজিষ্টেশন সম্পন্ন না করায় শিক্ষা জীবন বন্ধ হওয়ার পথে। যেভাবেই হউক আমি আমার সন্তানের শিক্ষা জীবন নিশ্চিতের জন্য শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন জানান, সজিবের রেজিষ্টেশন চলার সময় তিনি বিদ্যালয়ের যোগদান করেন নি, তবে রেজিষ্টেশন না হওয়ার জন্য শ্রেণি শিক্ষকের সাথে সাথে স্কুলের দায়িত্বরত কর্তৃপক্ষ দায়ী বলে তিনি স্বীকার করেন। ঘটনা জানার পর তিনি বোর্ড চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *