প্যারিসে প্রাথমিকের প্রশংসায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

আন্তর্জাতিক ডেস্ক: এসডিজি চার অনুসারে সবার জন্য মানসম্মত শিক্ষা অর্জনে সরকার খুব গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

গত ১২ নভেম্বর মঙ্গলবার প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে সংস্থাটির ৪০তম জেনারেল কনফারেন্সের অংশ হিসেবে ‘এসডিজি এডুকেশন-২০৩০’ বিষয়ক অধিবেশনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এর আগে অধিবেশনের সভাপতি স্টেফানিয়া জিয়ানিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে তাঁর বক্তব্য তুলে ধরার আহ্বান জানান। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ প্রাইমারী শিক্ষায় এনরোলমেন্টের হার ৯৮ শতাংশ এবং ছেলে শিক্ষার্থীর তুলনায় মেয়ে শিক্ষার্থীর পরিমাণ বেশি। বাংলাদশের প্রধানমন্ত্রী এসডিজি অর্জন সংক্রান্ত কার্যক্রম মনিটরিং করার জন্যে একজন সিনিয়র আমলা নিয়োগ দিয়েছেন।

বাংলাদেশ সরকার স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। গত ১০ বছরে ঝরে পড়ার হার ৪৭ শতাংশ থেকে ১৮ শতাংশে নেমে এসেছে। ঝরেপড়া রোধে সরকার স্কুল ফিডিং এবং উপবৃত্তির ব্যবস্থা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার সকালে ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের উদ্বোধন করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। এ সময় ই নাইনের প্রতিনিধি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারী জেনারেল মোঃ মনজুর হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *