চাঁদপুর ব্যুরো : চাঁদপুর পৌরসভাধীন দক্ষিণ গুণরাজদী আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী ড. তৌফিক নাওয়াজের সুস্থতার জন্যে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ মোঃ জিয়াউদ্দিন খন্দকারের তত্ত্বাবধানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সহকারী মৌলভী মাওঃ মোঃ জালিস মাহমুদ, মাওঃ নূরে আলম, সহকারী শিক্ষক মোঃ আলী হোসেন খান, জান্নাতুল ফেরদাউস, মাওঃ মোঃ মাঈনুদ্দিন ঢালী, মাওঃ মোঃ আঃ গাফ্ফার, মোঃ জসিমউদ্দিন, মোঃ আঃ কুদ্দুস, মোঃ কামাল হোসেন, মোঃ সাইফুর রহমানসহ সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। মোঃ জয়নাল আবদীনের মিলাদ পরিচালনা শেষে মাদ্রাসার সুপার মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সকলের সুস্বাস্থ্য এবং ড. তৌফিক নাওয়াজের পূর্ণ সুস্থতা কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।