
আলোচনায়, শিশুদের ছোট বেলা থেকে নৈতিক ও বাস্তবভিত্তি¡ক শিক্ষায় গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আলী আফরোজ। কিন্ডার গার্টেনের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে এই অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, তরুণ সমাজে সেবক কামরুল হাসান সউদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী, এআরডিও কাউসার আহম্মেদ, কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা মামুন হোসাইন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে শাকিল হাসান ও নাঈমুল হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন, তরুণ সমাজ কর্মী গিয়াস উদ্দীন। পরে, কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেনির বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।