মুজিব বর্ষ উপলক্ষে ফরিদগঞ্জে চলছে ‘বঙ্গবন্ধু উৎসব’

ফরিদগঞ্জ ব্যুরো: ২০২০ সালে মুজিব বর্ষ উপযাপন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ এবং বি রিলেটেড টু অডিও ভিজ্যুায়াল এডুকেশন স্বেচ্ছাসেবী সংগঠনের (ব্রেইভ) যৌথ উদ্যোগে ফরিদগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে ‘বঙ্গবন্ধু উৎসব’।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ কার্যক্রম হাতে নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

বঙ্গবন্ধু উৎসবের ধারাবাহিক পর্বে এবার ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু উৎসব’।

বুধবার উৎসবের প্রকল্প পরিচালক রিফাত কান্তি সেনের সঞ্চালনায় দেশাত্ববোধক গান, নাচ এবং অভিনয় ও এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের কার্যক্রম পরিচালিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব ইভেন্টে অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। প্রায় বিশ হাজার কোমলমতী শিক্ষার্থী ‘বঙ্গবন্ধু উৎসবে’ ধারাবাহিকভাবে অংশগ্রহণ করবে। বঙ্গবন্ধু উৎসবে শিক্ষার্থীরা রচনা, প্রবন্ধ, কবিতা ও চিত্রাংকণ করবে। এসব দিয়ে একটি ম্যাগাজিনও ছাপানো হবে।

এর আগে গত ১৫ আগস্ট কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ২০২০ সালের ১৭ মার্চ ফরিদগঞ্জ উপজেলা পরিষদে অনাড়ম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যে দিয়ে মূল কার্যক্রমের সমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *