ফরিদগঞ্জে যুবলীগের বিক্ষোভ সমাবেশ: ‘আমরা সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের আদর্শে বিশ্বাসী’

ফরিদগঞ্জ ব্যুরো: ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা এবং যুবলীগের দুই সদস্য মাসুদ আলম আয়াত ও মজিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। সোমবার বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, আল-আমিন পাটওয়ারী, সদস্য আব্দুল সজিব, পাবেল পাটওয়ারী, আলাউদ্দিন ভূঁইয়া, মোরশেদ আলম মুরাদ, আলা উদ্দিন মিয়াজী, মোদাচ্ছের শেখ অপু, শাহজালাল সুইট, সুমন পাটওয়ারী, আলমগীর হোসেন, আব্দুর রহিম রুবেল, জাকির হোসেন, কামাল হোসেন, রাছেল মিজি, রাশেদ বেপারী, রাবায়েত হোসেন জুয়েল, শান্ত পাটওয়ারী, মাসুদ খান, আল-আমিন রাজা, ওয়াসিম আকরাম, আওয়ামী লীগ নেতা জিএম তাবাচ্চুম প্রমুখ। বক্তারা বলেন, ফরিদগঞ্জে দলীয় নেতা-কর্মীদের নিয়ে একটি চক্র হীন ষড়যন্ত্রে নেমেছে। মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে ইতিপূর্বে যুবলীগের নেতা জসিম ঢালীকে হয়রানি, পরবর্তীতে পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন রতনকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো, যুবলীগের সদস্য মজিবুর রহমানের উপর হামলা এবং সর্বশেষ গত রোববার বিকেলে চাঁদপুরে উপজেলা যুবলীগের সদস্য মাসুদ আলম আয়াতের উপর দ্বিতীয় বারের মতো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে তারা। যা কোনোভাবেই কাম্য নয়। আমরা সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের আদর্শে বিশ্বাসী হিসেবে শান্তিপূর্ণ রাজনৈতিক ধারা নিয়ে চলছি। কিন্তু এভাবে একের পর এক ঘটনা আমরা কোনোভাবেই আর সহ্য করবো না। আশা করছি প্রশাসন দ্রুত এই সব বিষয়ে প্রকৃত পদক্ষেপ গ্রহণ করবে। নইলে আমরাও রাজনীতির অন্য হিসাবটা জানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *