প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ : ফরিদগঞ্জ থানা পুলিশ পৃথক দু’টি অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করেছে। এ সময় দুটি স্থান থেকেই জুয়া খেলার সরঞ্জামাদি ও বেশকিছু টাকাও উদ্ধার করে পুলিশ। শনিবার রাতে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার ও সন্তোষপুর এলাকা থেকে আটকের পর রোববার দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
রোববার বিকেলে ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই রবিউল ইসলাম জানান, শনিবার রাতে উপজেলার গৃদকালিন্দিয়া বাজারের আজিজিয়া হোটেলের পেছনে একটি বাগানে মোমবাতি জ্বালিয়ে একদল জুয়াড়ি জুয়া খেলছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও বেশকিছু টাকাসহ ৪ জুয়াড়ি আটক করা হয়। তারা হলো : কাওনিয়া গ্রামের এমরান হোসেন (২৮), হারুনুর রশিদ (৩৫), রুস্তমপুর গ্রামের ফয়সাল (২৩) ও চরমান্দারি গ্রামের জসিম (২৭)।
অপরদিকে একই রাতে উপজেলার সন্তোষপুর গ্রামের গাজীবাড়ির জনৈক আমির হোসেনের একটি বাগানে মোমবাতি জ্বালিয়ে একদল জুয়াড়ি জুয়া খেলছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানেও অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও বেশকিছু টাকাসহ ৫ জুয়াড়ি আটক করা হয়। তারা হলো : লাড়ুয়া গ্রামের আব্দুর রহমান (৫৫), ফজর আলী (৪০), সন্তোষপুর গ্রামের জসিম (২৮), রসু মিয়া (৫৫) ও জাহাঙ্গীর (৩৮)। রোববার দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব উপরোক্ত ৯ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে আটকের পর উদ্ধারকৃত জুয়া খেলার সরঞ্জামাদিসহ রোববার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।