বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় শেখ রাসেল ক্লাব কাপ বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা আগামী ১১-১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছে চাঁদপুর সুইমিং ক্লাব। চট্টগ্রাম সিজেকেএস সুইমিং কমপ্লেঙ্ েচাঁদপুর সুইমিং ক্লাবের দুই সাঁতারু মানিক ও শামিম অংশ নিবে। খেলোয়াড়দের ম্যানেজারের দায়িত্বে থাকবেন হাসনাত। সার্বিক দায়িত্বে থাকবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য ও চাঁদপুর সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক তপন চন্দ।