মর্ত্যলোকে পাঁচ দিনের পূজাঅর্চনা আর ভক্তকুলের আরাধনায় সিক্ত হয়ে দেবী দুর্গা কৈলাসে ফিরে গেছেন। মঙ্গলবার সকালে বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় পাঁচ দিনের দুর্গোৎসব। বিকালে পূজামণ্ডপগুলোতে শুরু হয় সিঁদুর খেলা। সধবা হিন্দু নারীরা মা দুর্গাকে সিঁদুর পরিয়ে নিজেরা মেতে উঠেন সিঁদুর খেলায়। কোনো কোনো পূজামন্ডপে নারীদের সাথে নানা বয়সের ভক্তরা যুক্ত হয় সিঁদুর খেলায়। পূজামণ্ডপগুলোতে আরতী প্রতিযোগীতার পর পাশ্ববর্তী নদী-খালে প্রতিমা বিসর্জন দেয়া হয়। সন্ধ্যায় ফরিদগঞ্জের ডাকাতিয়া নদী তীরে ‘দুর্গা মা কি, জয়। মহামায়া কি, জয়।’ এ সময় অনেক ভক্ত কান্নায় ভেঙে পড়েন। সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের। একের পর এক এমন জয়ধ্বনি, ঢাক-ঢোল, কাঁসর ও ঘণ্টা বাজিয়ে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অশ্রুসিক্ত নয়নে প্রতিমা বিসর্জন দেন ভক্তকুল। আসছে বছর আবার হবে এমন ধ্বনি ছড়াছিল পূজামণ্ডপ থেকে বিসর্জনের ঘাট পর্যন্ত। এর আগে শুক্রবার সন্ধ্যায় মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গা ঘোড়ায় চড়ে কৈলাস থেকে মর্ত্যলোকে আসেন। পুনরায় দেবী দুর্গা ঘোড়ায় চড়ে ফিরে গেলেন।