ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি

ফরিদগঞ্জ উপজেলায় বিল্লাল হোসেন পাটওয়ারী ও হাজী সফিকুর রহমানের নেতৃত্বাধীন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি আগামী ২৫ অক্টোবর উপজেলা কাউন্সিল অধিবেশন ঘোষণা করেছে। চাঁদপুর জেলা যুবলীগ গত ৩ অক্টোবর এ কাউন্সিল করার অনুমোদন প্রদান করে। এ কাউন্সিল অধিবেশনকে ঘিরে যখন ফরিদগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে কার্যক্রম চলছে এবং যুবলীগের নেতা-কর্মীরা চাঙ্গা, ঠিক সে মুহূর্তে জনৈক আবু সুফিয়ান শাহীন ও মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বাধীন একটি আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে দেয়া হয় বলে জানা গেছে। তারা আজ সোমবার আনুষ্ঠানিকভাবে স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করবে। এদিকে গত শনিবার রাতে নূতন আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত কমিটির চিঠি জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়ার কাছে হস্তান্তর করেছে। ফলে কোন্ কমিটি বৈধ তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালের ৪ এপ্রিল যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের জন্যে বিল্লাল হোসেন পাটওয়ারীকে আহ্বায়ক ও হাজী সফিকুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। ওই কমিটিকে ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করে উপজেলার সম্মেলন করা জন্যে নির্দেশনা দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা যুবলীগের যুগ্ম অহ্বায়ক হাজী সফিকুর রহমান জানান, কমিটি অনুমোদনের পর আহ্বায়ক কমিটি উপজেলার ১৫টি ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে কমিটি করে এবং পৌর আহ্বায়ক কমিটি অনুমোদন করে। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর তারা ১৫টি ইউনিয়নের কমিটির তালিকা, কাউন্সিলরদের তালিকা জমাদান পূর্বক উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখের জন্যে চিঠি প্রদান করেন। সেই চিঠির আলোকে গত ৩ অক্টোবর বৃহস্পতিবার চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ঝন্টু দাস আগামী ২৫ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের কাউন্সিলের তারিখ দেন। ফলে আমরা আমাদের অবস্থান থেকে সঠিক রয়েছি।

এদিকে আবু সুফিয়ান শাহীনকে আহ্বায়ক ও মোঃ হেলাল উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি যা আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদের গত ১৫ সেপ্টেম্বর স্বাক্ষরিত ও অনুমোদন প্রদান করা এমন চিঠি নিয়ে গত ৫ অক্টোবর শনিবার রাতে চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবর ও ঝন্টু দাসের কাছে হন্তান্তর করে ওই কমিটির নেতৃবৃন্দ। ফলে উপজেলা যুবলীগের কোন্ কমিটি বৈধ এবং কোন্ কমিটি তাদের কার্যক্রম চালাবে এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এর সমাধান কামনা করছেন।

এ ব্যাপারে অনুমোদিত যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন জানান, গত ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটি আমাদের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। আমরা নিয়মানুযায়ী শনিবার রাতে জেলা কমিটির কাছে আমাদের অনুমোদনের চিঠি হস্তান্তর করেছি। আজ ৭ অক্টোবর সোমবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের ঘোষণার মাধ্যমে আমরা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবো। কোন্টি বৈধ এ প্রশ্নের জবাবে তিনি জানান, যুবলীগের গঠনতন্ত্র মোতাবেক নতুন কমিটি ঘোষণার সাথে সাথে আগের কমিটি বিলুপ্ত হয়ে যায়।

এদিকে চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ঝন্টু দাস জানান, বিল্লাল হোসেন ও হাজী সফিকুর রহমানের নেতৃত্বাধীন কমিটি আমাদের কাছে সম্মেলনের তারিখ চেয়ে আবেদন করেছে। আমরা কেন্দ্রের সাথে প্রাথমিক আলোচনা করে ২৫ অক্টোবর উপজেলা সম্মেলনের তারিখ দিয়েছিলাম। কিন্তু এরপর শনিবার রাতে আবু সুফিয়ান ও হেলাল উদ্দিনের নেতৃত্বাধীন উপজেলা যুবলীগের অনুমোদিত কমিটির চিঠি আমাদের কাছে হস্তান্তর করা হয়। ফলে কিছুটা দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টি হওয়া স্বাভাবিক। তাই আমরা আগামী ২/১ দিনের মধ্যে জেলা কমিটি বিষয়টি নিয়ে বসে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেবো। আশা করছি এরপর নেতা-কর্মীদের সকল ধোঁয়াশা কেটে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *