শিশু-কিশোরদেরকে শারিরিক ভাবে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই -মুহম্মদ শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জ ব্যুরো:
ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব -১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। ১১ মে বুধবার বিকেলে ফরিদগঞ্জ এ.আর.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়াসংস্থার সভাপতি ইউএনও তাসলিমুন নেছা’র সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান’র পরিচালনায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধার সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিশু-কিশোরদেরকে শারিরিক ভাবে সুস্থ রাখতে, খেলাধুলার বিকল্প নেই একই সাথে মানুষিক ও শারিরিক শক্তি পায়। যে শিশু-কিশোর ও যুবকরা মাঠে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে, তারা কখনো মাদকাসক্ত ও অপরাধের সাথে জড়িত হতে পারেনা। মাঠে ক্রীড়া পরিচালনার মধ্যদিয়ে বর্তমান শিশু-কিশোর তথা যুব সমাজকে অনলাইনের বিপদজনক খেলাধুলা থেকে ফিরিয়ে আনতে হবে। একজন খেলোয়াড় শুধু নিজের স্বনাম ও অর্থ উপার্জন নয়, তারা বিশে^র দরবারে নিজের দেশের স্বনাম বয়ে আনতে পারে। তবে খেলাধুলার পাশাপাশি পড়ালেখার প্রতি মনোযোগ ও দেশ প্রেমী হতে হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহŸায়ক আবু সুফিয়ান শাহিন, যুগ্ম আহŸায়ক হেলাল উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান শাহআলম শেখ, কাউসারুল আলম কামরুল, শরীফ খাঁন,আলাউদ্দিন ভুঁইয়া, মেহেদী হাসান মিরাজ, বুলবুল আহমেদ,আবু তাহের পাটোয়ারী, শাহাজান পাটোয়ারী, তরুণ সমাজ সেবক হাজী কামরুল হাসান সাউদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় ১৫ নং রুপসা উত্তর ইউনিয়ন একাদশকে এক শূন্য গোলে হারিয়ে বিজয়লাভ করে ফরিদগঞ্জ পৌরসভার একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *