
আমান উল্লাহ খান ফারাবী:
ফরিদগঞ্জ উপজেলার সাছিয়াখালী গ্রামে প্রতিষ্ঠিত প্রত্যয় ইসলামী পাঠাগারের উদ্যোগে সহীহ্ কুরআন শিক্ষার আলোকে সম্পূর্ণরূপে (বিনামূূল্যে) নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার প্রশিক্ষণ শুরু হবে আগামি ১৫মে রবিবার থেকে। প্রশিক্ষণটি মোট ২৭দিন চলবে।
প্রত্যয় ইসলামী পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মাও. মাসুদ আজহার’র বলেন, আমরা যেহেতু মুসলমান, পাঁচ ওয়াক্ত নামায আমাদের উপর ফরয, নামায পড়তে হলে আমাদের অবশ্যই সহীহ্ পদ্ধতিতে কুরআন পড়া জরুরী। তাই আমরা আমাদের আশেপাশের গ্রামের বৃদ্ধ ও যুবক মুসলমানদের জন্য সহীহ্ পদ্ধতিতে কুরআন শিক্ষা ব্যবস্থা পাঠাগারের পক্ষথেকে আয়োজন করি।
যারা সহীহ্ পদ্ধতিতে কুরআন শিখেন নাই, সূরা ক্বেরাত পড়তে পারেন না, কুরআন তেলাওয়াতে ভুল উচ্চারন করেন, নামাযের মধ্যে সূরা পড়তে পারেন না। তারা যেন সহীহ্ শুদ্ধভাবে নামাযে কুরআন পড়তে পারেন এবং ব্যক্তি জীবনে দ্বীনি এলেম শিক্ষার অংশ হিসেবে পবিত্র কুরআন পড়তে পারেন, তাদের জন্য এআয়োজন।
আমরা বাংলাদেশ নূরানী প্রশিক্ষণ বোর্ডের প্রশিক্ষক উস্তাদ আব্দুল গনি হুজুরের মাধ্যমে এই প্রশিক্ষণ ব্যবস্থা শুরু করবো। ইনশাআল্লাহ। উস্তাদ আব্দুল গনি হুজুর সুন্দর ও সাবলীল ভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ কারিদেরকে প্রশিক্ষণ করাবেন। যারা এপ্রশিক্ষণে অংশ গ্রহণ করবে, তাঁরা সহীহ্ শুদ্ধভাবে কুরআন শিখতে পারবে আমরা আশা করি।
কুরআন শিক্ষা কোর্সটি আগামি ১৫মে থেকে জুন মাসের ১০ তারিখ পর্যন্ত চলবে। এই প্রশিক্ষণ ব্যবস্থা সম্পূর্ণরূপে ফ্রিতে করানো হবে। প্রতিদিন মাগরিবের নামাযের পর থেকে ১ঘন্টা করে প্রশিক্ষণ করানো হবে। আমরা আমাদের আশেপাশের সকল মুসলিম মুরুব্বী ও যুবক ভাইদেরকে আহ্বান করবো? তারা যেন আগামি ১৫মে রবিবার সাছিয়াখালী বায়তুল আকসা মসজিদে এসে সহীহ্ পদ্ধতিতে কুরআন শিক্ষায় অংশ গ্রহণ করে। দূরদূররান্ত থেকে যারা অংশগ্রহণ করতে চায় তারাও আসতে পারবে। যোগাযোগের জন্য: 01911720217, 01715904574,