ফরিদগঞ্জে অগ্নিকান্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ৫০ লক্ষ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৩ ঘটিকার সময় উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলি বাজারে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে হয়, তা জানা যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লাউতলি বাজারে খোরশেদ আলমের নির্মিত টিন শেড মার্কেটে আগুন জ্বলতে থাকে। মার্কেটের পিছনে খোরশেদ আলমের বসতঘর অবস্থিত হওয়ায় তারা গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরনের শব্দে ঘুম ভেঙ্গে গেলে ডাক চিৎকার শুরু করে। মুহূর্তেই পার্শ্ববর্তী ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ৯৯৯এ ফোন করে খবর দিলে চাঁদপুর সদর ও রায়পুর থেকে ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও মালামাল ও নগদ টাকাসহ ছোট-বড় ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, ভ্যারাইটিজ ব্যবসায়ী আরিফ হোসেন, সারের ব্যবসায়ী মনির হোসেন, ফার্মেসীর ব্যবসায়ী আমির হোসেন, মুদি ব্যবসায়ী কামাল হোসেন, হুমাউ আহমেদ, মোবাইলের ব্যবসায়ী রাকিব হোসেন, কসমেটিক্স’র ব্যবসায়ী হৃদয়, খাবারের হোটেল ব্যবসায়ী বিল্লাল হোসেন ও আয়াতুল্লাহর চায়ের দোকানটি পুড়ে যায়, এতে মার্কেটের মালিক খোরশেদ আলম ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেন, তাদের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতি গ্রস্থ ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *