
ফরিদগঞ্জ প্রতিনিধি:
২৪ মার্চ বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি( বিআরডিবি) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদ জুয়েল প্রতিদ্বন্ধিতামূলক নির্বাচনে সভাপতি পদে নির্বাচীত হন। সমিতির ১৯৮ জন ভোটারদের মধ্যে সালাম আজাদ জুয়েল ৮৮ পেয়ে বিজয়ী, মাহাবুব আলম সোহাগ ৫৩ ভোটর পেয়ে দ্বিতীয়, মোঃ কামাল উদ্দিন পাঠান ৪৭ ভোট পেয়ে তৃতীয় হন। বৃহস্পতিবার (২৪মার্চ)সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করা হয়।